বরিশাল: উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল জেলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক আবুল হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ প্রশমনের মহড়া প্রদর্শন করেন। বাসা-বাড়িতে আগুন ও পানিতে ডুবে গেলে সাধারণ মানুষের করনীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া দেখানো হয়।