থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ-এর জীবনাবসান হয়েছে। বুধবার থাই রাজপ্রাসাদের বরাত দিয়ে ৮৮ বছর বয়সী বিশ্বের সবথেকে দীর্ঘ সময়ের রাজতন্ত্র ধরে রাখা এই রাজার  মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার, রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিরাজ হাসপাতালে রাজা মহোদয়ের জীবনাবসান হয়।’ স্থানীয় সময় দুপুর ৩টা ৫২ মিনিটের দিকে তার মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। গত রবিবারই জানানো হয়েছিল, তার শারীরিক অবস্থা স্থিতিশীল নেই।
রাজা ভূমিবলের উত্তরসূরী ৬৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স ভাজিরালংকর্ন। তবে বাবার মতো তিনি অতোটা জনপ্রিয় নন। অবশ্য রাজ উত্তরসূরী নিয়ে খোলামেলা আলোচনাকে থাইল্যান্ডে কঠোর অপরাধ বলে বিবেচনা করা হয় এবং এর জন্য দীর্গ সাজা প্রদান করা হয়ে থাকে।

রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডের স্থানীয় সময় বুধরাত রাত নয়টার দিকে পার্লামেন্টে বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে।