মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারের মধ্যে ‘আগুনে বোমা হামলায়’ রিপাবলিকান পার্টির একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অরেঞ্জ কাউন্টি রিপাবলিকান পার্টি প্রধান কার্যালয়ে জানালা দিয়ে রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য তরল পদার্থ ভর্তি একটি বোমা ছুঁড়ে মারে। এতে বেশ কিছু কাগজপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়। এ ছাড়া কাছেই আরেকটি ভবনে স্প্রে দিয়ে লিখে দেয়া হয় ‘নাৎসী রিপাবলিকানরা এই শহর ছেড়ে যা, না হলে…’।
রিপাবলিকান পার্টির এক নেতা একে রাজনৈতিক সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ জন্য ডেমোক্র্যাট সমর্থকদের দায়ী করেছেন।
ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন: হিলারি ক্লিনটন ও ডেমদের প্রতিনিধিত্বকারী জানোয়াররা নর্থ ক্যারোলিনায় অরেঞ্জ কাউন্টিতে আমাদের অফিসে আগুনে বোমা মেরেছে, কারণ আমরা জিতছি।
অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এ ঘটনাকে ভয়াবহ এবং অগ্রহণযোগ্য বলে এর নিন্দা জানিয়েছেন। এ ঘটনার পর অন্যান্য রিপাবলিকান কার্যালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।