কাউখালী: শিশুদের মানসিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে একই পরিবারের পাঁচ বাক প্রতিবন্ধীদের মধ্যে নতুন পোশাক প্রদান করা হয়। মঙ্গলবার সকালে পিরোজপুর কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্থার উদ্যোগে উপজেরা সদরে প্রতিবন্ধী স্কুল চত্বরে এই নতুন পোশাক প্রতিবন্ধীদের হাতে তুলে দেন প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি আব্দুল লতিফ খসরু।
উপজেলার দুই নম্বর আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা চড়ে আবাসনে বসবাসরত একই পরিবারের মঞ্জিলা বেগমের চার বাক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী স্বামী আশরাফ আলী (৬০) ছাড়া আর অন্য চার বাক প্রতিবন্ধী কাউখালী প্রতিবন্ধী স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে ওরা পড়াশুনা করে এখন বিভিন্ন স্কুলে।
যাদের মধ্যে এই পোশাক বিতরণ করা তারা হলো বাক প্রতিবন্ধী সারমিন আক্তার (১৫), রিয়াজ (১১), রিফাত (৯), রিজাম(৮)। উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, কোন কিছু চাওয়া ও পাওয়ার জন্য আমি এই উদ্যোগটি নেইনি। গভীর এক ভালোবাসা ও দায়বোধ থেকে ওদের পাশে দাড়িয়েছি। কারন ওরাও মানুষ। আমি সমাজের বিত্তবানদের ওদের পাশে দাড়ানোর আহবান জানাই।