আজ ৮ ডিসেম্বর, পটুয়াখালী মুক্ত দিবস। বিজয়ের ৮ দিন আগে ১৯৭১ সালের এই দিনে পটুয়াখালী পাক হানাদার মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমাকে জাতীয় পতাকা উপহার দেন। পরে তাদেরকে জাতীয় পতাকা খচিত কাপ এবং জায়নামাজ উপহার দিয়ে মিষ্টিমুখ করান ওসি মোস্তাফিজুর।
তিনি বলেন, পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে ৭ বীরাঙ্গনাকে সম্মাননা প্রদানের জন্য ডেকে পাঠানো হলে তারা থানায় এসে আমাকে জাতীয় পতাকা উপহার দেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান। তাদের এ উপহারে আমি খুব খুশি হয়েছি। সবাই তাদের ও আমার জন্য দোয়া করবেন যেন এ পতাকার সম্মান রক্ষা করতে পারি।
ওই সাত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা হলেন- রেজিয়া, ফুলবুরো, মনোয়ারা, হাজেরা, জামিনা, ছৈতুন্নেছা ও আনোয়ারা।
তারা বলেন, আমাদের কাছে সব থেকে দামি জাতীয় পতাকা। তাই আমরা ওসি সাহেবকে জাতীয় পতাকা উপহার দিয়েছি। তাকে এ পতাকার সম্মান রক্ষা করার জন্য অনুরোধ করেছি। এছাড়া ওসি আমাদেরকে যে সম্মান দিয়েছেন তাতে গৌরব বোধ করছি।