বার্তা পরিবেশক, অনলাইন:: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে হেনস্তা করার অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শিক্ষকের নাম আকবর আলী।
রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ। গ্রেপ্তার আকবর আলী উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি গড়াডোবা কারিগরি স্কুলের শিক্ষক। পাশাপাশি ওই ইউনিয়নের মডেল বাজারে একটি কোচিং সেন্টারে পাঠদান করে আসছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর আলী গত শনিবার ওই ছাত্রীকে ফোন দিয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে কোচিং সেন্টারে আসতে বলেন। অপরদিকে কোচিং সেন্টারের অন্যান্য ছাত্রীদের জানান, তিনি সকালে অন্যত্র বেড়াতে যাবেন। শিক্ষকের কথা মতো কোচিং সেন্টারে এসে ওই ছাত্রী দেখে সেখানে কেউ নেই।
এ সময় অন্যরা না আসার কারণ জানতে চাইলে পরে আসবে বলে জানান অভিযুক্ত শিক্ষক। এরপর ওই ছাত্রীকে পাশের কম্পিউটার রুমে নিয়ে জোরপূর্বক নির্যাতন করেন আকবর আলী। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এসে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক আকবর আলীকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ছাত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।