বার্তা পরিবেশক, অনলাইন::: সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় ওই গুদামে আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ার ভাদাইল এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যস্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।