বার্তা পরিবেশক, অনলাইন:: ভারতে পাচারকা‌লে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৫০০ গ্রাম সোনাসহ সজীব হোসেন (৩০) না‌মে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক সজীব হোসেন লক্ষ্মীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভোমরা বিওপির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চা‌লি‌য়ে সজীব হোসেনকে আটক করা হয়। তাকে তল্লা‌শি করে আধাকেজি সোনা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ভারতে পাচারের উদ্দেশ্য সোনাগু‌লো সীমা‌ন্তে নি‌য়ে যা‌চ্ছিল।