বরিশাল : নবগঠিত মহানগর আওয়ামী লীগের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল ও শুক্রবার সকালে মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে একেএম জাহাঙ্গীর হোসেন এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন।
সমাবেশে গোলাম আব্বাস চৌধুরী দুলাল, একেএম জাহাঙ্গীর হোসেন ও সাদিক আব্দুল্লাহ বক্তব্য রাখেন।
সূত্রমতে, গত বুধবার রাত থেকে গুঞ্জন উঠেছে গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি ও একেএম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে দলের সভাপতি শেখ হাসিনা কমিটি অনুমোদন করেছেন। ওই কমিটিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে যুগ্ম সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমকে সিনিয়র সহ-সভাপতি, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে কমিটির ১নং কার্যকরী সদস্য করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের খবরের কোন সত্যতা পাওয়া যায়নি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাসিম বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। তবে কমিটিতে কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর পরেই সবকিছু জানতে পারবেন। শুক্রবার বিকাল ( এ রিপোর্ট লেখা পর্যন্ত দলীয় কোন প্রেসবিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়নি।
প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বর মাসে বরিশাল মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে অ্যাডভোকেট শওকত হোসেন হিরণকে সভাপতি ও অ্যাডভোকেট আফজালুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আগেই ২০১৪ সালের ৯ এপ্রিল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করেন।