ঝালকাঠি: আলোচনা সভা, কবিতা উৎসব আর সংগীতে বরিশাল বিশ্ব সাহিত্য কেন্দ্র ও ঝালকাঠির ‘কবিতা চক্র’র সদস্যরা স্মরণ করল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসকে। ৬২তম মৃতুবার্ষিকীতে শনিবার সকালে কবির স্মৃতি বিজরিত ধানসিড়ি নদী তীরে ঝালকাঠির মোল্লাবাড়ি এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। বরিশাল বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী মো. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন ও জেলা পুলিশ সুপারের স্ত্রী রিনা সাহা চৌধুরী।
অনুষ্ঠানে আগতরা কবির স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদীটি খণন করে নব্যতা ফিরিয়ে দেয়া ও নদী তীরে কবির স্মৃতি রক্ষায় স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানান। জেলা প্রাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.মিজানুল হক চেধূরী।