বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ভুল চিকিৎসায় চিকিৎসাধীন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া রোগীর নাম তাসলিমা বেগম। তিনি নগরীর রুপাতলী এলাকার চান্দু গাজীর স্ত্রী।
তাসলিমা বেগমের কন্যা সুমি জানান, তার মা অ্যাজমা রোগী। সকালে অ্যাজমা বেড়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট হয়। তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন। তাকে হাসপাতালের শয্যায় নেয়া হয়। সেখানে নেয়ার পর এক সেবিকা এসে তাকে একটি ইনজেকশন দেন। মুহূর্তে মা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ওয়ার্ডের শিক্ষানবিশ চিকিৎসক ডা. মাহবুব বলেন, তাকে আনার পর শ্বাসকষ্ট কমিয়ে আনার জন্য কটসন ইনজেকশন দেয়া হয়। রোগীর অবস্থা খারাপ থাকায় তিনি মারা যান।