বনলতা সেনের সৃষ্টিকারী আধুনিক বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী ২২ অক্টোবর ২০১৬। তিনি ১৯৫৪ সালের এ কলকাতায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শনিবার ৬২তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বরিশাল শহরে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ দাশ স্মৃতি মিলানয়তন ও পাঠাগার কমপ্লেক্সে (জীবনানন্দ অঙ্গন) কবির’ প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখার নেতারা।
জাতীয় কবিতা পরিষদের বরিশালের সভাপতি তপঙ্কর চক্রবর্তী, জাতীয় কবিতা পরিষদের বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক অনিন্দ্র দীপ, সাংগঠনিক মেহেদী হাসান, কবি কাজী সেলিনাসহ ‘জাকপ’ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০টায় ‘আড্ডা ধানসিড়ি’র নেতৃবৃন্দ কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি, আড্ডা ধানসিড়ি’র সংগঠক মুহম্মদ মহসিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানমালায় পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহন করছেন কবি শামীম রেজা, ‘দূর্বা’র সম্পাদক গাজী লতিফ, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি প্রমুখ।
জীবনানন্দ পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছিল জীবনানন্দ দাশের জন্মদিন ১৮ ফেব্রুয়ারি এবং সে পুরস্কার নিয়মমাফিক প্রদান করা হচ্ছে জীবনানন্দের মৃত্যুদিবস ২২ অক্টোবরে।
কাব্যসাহিত্য ও গদ্যসাহিত্য- সাহিত্যের এই দুই শাখায় প্রদেয় জীবনানন্দ পুরস্কার এবার কাব্য-সাহিত্যে লাভ করেছেন মাসুদ খান এবং গদ্য-সাহিত্যে লাভ করেছেন মহীবুল আজিজ।
পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদ্বয়ের ওপর লিটলম্যাগ ‘ধানসিড়ি’তে ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
অপরদিকে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের আয়োজনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি’র স্মৃতিবিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদী ভ্রমণ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও কবিতা পাঠের আসরের আয়োজন করে।