বার্তা পরিবেশক, অনলাইন::: পরিবেশের ক্ষতি করে এমন কোনো ব্যবসা রাজধানীতে করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু ফাইন। রাস্তায় ব্যবসা করলেই জরিমানা করা হবে। ব্যবসা করতে হলে পরিবেশকে বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ইউটিলিটি, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) বৈঠকের আয়োজন করে।
মেয়র আতিক বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মেরে ফেলতে চাই না এবং তাদের কাছে দায়ী থাকতে চাই না। ঢাকা শহরের পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশের জন্য হুমকিস্বরূপ এমন কোনো ব্যবসা এ শহরে করতে দেব না। রাস্তায় যারা খোয়া-বালি রেখে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ব্যবসার ধরন পাল্টান। কিভাবে পরিবেশবান্ধব করা যায় সেই ব্যবস্থা করুন। সব ধরনের উন্নয়নমূলক কাজ যেন নিয়ম মেনে করা হয়। প্রয়োজনে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টিকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করব।’
ডুরা সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান।
তিনি বলেন, ‘ঢাকা পরিকল্পনার মধ্যে অনেক কিছু আছে কিন্তু বাস্তবায়ন নেই। সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করে উন্নয়ন ঘটাতে হবে। মেয়রকে নিজের ক্ষমতা ব্যবহার করে এ দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
গোলটেবিলে আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান, ডুরার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মাহমুদ খান।