বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ১১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্দ্যেগে জেলার বানারীপাড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে উপজেলার মাছ বাজার এলাকায় পরিচালনা করা অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ করার অপরাধে জাহাঙ্গীর স্টোরকে ১০ হাজার টাকা, আবির স্টোরকে ২হাজার টাকা এবং ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে আনুমানিক ১১০ কেজি পলিথিনও উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া এবং বানারীপাড়া থানা পুলিশের একটি টিম সহযোগীতা করেন।
অভিযানের তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় শাখার পরিচালক মো. নজরুল ইসলাম।