অধিবেশনের আগে থেকে জোর গুঞ্জন ছিল দলের ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন ওবায়দুল কাদের। কেউবা আবার বলছিলেন, ফের সপদে বহাল থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। এই নিয়ে উৎসুকের কমতি ছিল না কর্মীদের মাঝে। এরই মাঝে আজ সকালে একটি ছবি প্রকাশিত হয় সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদেরের।
যেখানে সৈয়দ আশরাফকে কিছুটা বিষন্ন দেখালেও উচ্ছ্বসিত দেখাচ্ছিল কাদেরকে। তার এই উচ্ছ্বাস দিন শেষে প্রতীয়মাণ হয়, সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণার পর।
রবিবার বিকালে সম্মেলনের শেষ দিনের নির্বাচনী অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফ নিজেই। এরপর এই পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।