রিশালের গৌরনদী হাইওয়ে থানাসংলগ্ন সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল একটি পোশাকের দোকানের গ্রিল কেটে জুয়েলারি দোকানের দেয়াল কাটার পর ভেতরে প্রবেশ করে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রূপা এবং নগদ ৫৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। খবর পেয়ে আজ রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুয়েলার্সের মালিক মোখলেসুর রহমান জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ওইদিন তারা কেউ দোকানে আসেননি। রবিবার সকালে দোকানে এসে তারা চুরির বিষয়টি দেখতে পান। তিনি আরো জানান, চোরচক্র দোকানের সিন্দুক ভেঙে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রূপা এবং নগদ ৫৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কালাম সরদার বলেন, “মার্কেটের কোল ঘেষে হাইওয়ে থানা হওয়ায় তারা কোনদিনই রাতের পাহারাদার রাখেননি।”
মার্কেটের একাধিক ব্যবসায়ীরা বলেন, গত ১৮ অক্টোবর রাতে গৌরনদী মডেল থানাসংলগ্ন পৌর ভবনে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হওয়ার চার দিন পরই গৌরনদী হাইওয়ে থানাসংলগ্ন সুপার মার্কেটে চুরি সংঘঠিত হওয়ায় তাঁদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, “উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে।”