আদনান অলি ও মাহাদী হাসান:: লাখ টাকায় মাসে অধিক মনুফা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিবার অন্তত ৩০ ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছে। বরিশাল নগরীর কাউনিয়া এলাকার পাসপোর্ট গলিতে বসবাসকারী ওই পরিবারের চার সদস্য কোন এক রাতে আত্মগোপনে চলে যায়। গত এক মাস যাবত তাদের কোন সন্ধান না পাওয়ায় টাকা লগ্নিকারী বিক্ষুব্ধরা ওই পরিবারের বসতঘরে তালা ঝুলিয়ে পাহারা বসিয়েছে। কেউ কেউ টাকার জন্য হাহাকার করছেন।
শুক্রবার বিকেলে সরেজমিন গেলে একাধিক ব্যক্তিকে ওই ঘরটি পাহারা দিতে দেখা যায়। স্থানীয়রা জানায়- কদম আলী সরদার বাড়ির গৃহকর্তা মনির হোসেন কাপড়ের ব্যবসায়ি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। স্থানীয় বাসিন্দা এবং বেশ পরিচিত এই ব্যক্তি সাম্প্রতিকালে ভিন্ন একটি লাভজনক ব্যবসায় অর্থ বিনিয়োগের বিপরিতে দ্বিগুণ অংকের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করে। অন্তত ৩০ ব্যক্তির কেউ এক থেকে দেড় লাখ, কেউবা ৫০ হাজার টাকা মনিরের হাতে তুলে দেয়। কৌশলী মনির এত সংখ্যক লোকের টাকা সংগ্রহ করলেও একে অপর কেউ জানতে পারেনি। লাভের টাকা দেওয়ার ঘনিয়ে আসা এবং কেউ কেউ তাগিদা দেওয়ার এক ফাঁকে রাতের আধারে মনির তার পরিবারের অপর তিন সদস্যকে নিয়ে এলাকা ত্যাগ করে। সেই সাথে তার ব্যবহৃত সেলফোন বন্ধ করে দেয়।
স্থানীয়দের ধারণা ছিল সম্ভবত সে বেড়ানোর উদ্দেশে বাইরে অবস্থান করছে। কিন্তু দীর্ঘদিন পার হলেও ফিরে না আসায় মনিরের স্বজনদের কাছে খোঁজ-খবর নিলে তারাও কোন অবস্থান নিশ্চিত করতে পারেনি। পরে নিশ্চিত হয় টাকা নিয়ে লাপাত্তা হয়েছে।
টাকা লগ্নিকারীরা এখন তালাবদ্ধ ঘরে ডবল তালা ঝুলিয়ে দিয়েছে যাতে মালামাল সরিয়ে ফেলতে না পারে। আবার কেউ কেউ অন্যত্র থেকে টাকা ধার করে অধিক মনুফার আশায় মনিরের কাছে বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে ঘরেও থাকতে পারছে না। এই পরিস্থিতিতে মনিরকে এখন হন্যে হয়ে খুঁজছে।
সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।’