বার্তা পরিবেশক, অনলাইন::: জেলার কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চাবাগান এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই নারী। তাদের একজনের বয়স ২৮ ও অন্যজনের ২৪।

শুক্রবার রাতে ৯টার দিকে গণধর্ষণের এই ঘটনাটি ঘটে। রাতেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে বের হয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘটনায় ব্যবহৃত ৩টি সিএনজি ও ৭ আসামিকে আটক করেছে। ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গণধর্ষনের শিকার দুই নারীর জানান, শুক্রবার রাতে ৮টার দিকে ওই দুই নারী মৌলভীবাজার শহরের পৌর পার্ক থেকে কমলঞ্জের মুন্সিবাজার যাবার উদ্দেশ্যে সিএনজিচালিক অটোরিকশা রিজার্ভ করেন। তাদের সাথে তিন বছরের একটি শিশু ছিল। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর চালক রাস্তা থেকে আরো দুইজন যাত্রী তুললে ওই দুই নারী আপত্তি জানান। এসময় চালক জানায় এরা তার পরিচিত। বিপদে পড়েছে, সামনেই নেমে যাবে।

পরে কমলগঞ্জ যাওয়ার পথে দেওরাছড়া চাবাগানের এক নির্জন জায়গায় তাদেরকে গণধর্ষণ করে। এ সময় তাদের সাথে আরো ৭/৮ জন যোগ দেয়। এক নারীকে ৭ জন মিলে এবং অন্য নারীকে দুইজনে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার নারীর তিন বছর বয়সী শিশু সন্তানকে মারধোর করা হয়।

ধর্ষণ শেষে ওই দুইনারী কৌশলের আশ্রয় নেন। তারা চালককে বলেন, যা হবার হয়েছে। এবার আমাদের দিয়ে আসেন। চালক তাদেরকে নিয়ে কমলগঞ্জের মুন্সিবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে রহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ খানের দোকানে সামনে এক নারী জানান, তার একটু জরুরি কাজ আছে, এই দোকানে একটু থামতে হবে। দোকানের সামনে থামানো মাত্র তারা চিৎকার শুরু করলে চালক সিএনজি রেখেই পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপালে পাঠায়।

রহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ খান জানান, তার দোকানে ঢুকে ওই নারীরা ধর্ষণের বিষয়ে অভিযোগ জানালে চালক পালিয়ে যায়। ওই চালকের নাম ইউসুফ মিয়া। তার বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বনশ্রী।

পরে তিনি স্থানীয় সংবাদকর্মী আব্দুল বাছিত খানকে ডেকে আনেন এবং পুলিশকেও বিষয়টি জানান।

তিনি আরো জানান, গণধর্ষণের শিকার এক নারী তাকে জানিয়েছেন এই চালককে নিয়ে তারা এর আগেও এসেছেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৭ জন অভিযুক্ত ও ৩টি সিএনজি আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যাদের নাম আসবে তাদেরকে আটক করা হবে। মামলা দায়ের পর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।