বার্তা পরিবেশক, অনলাইন::: গুয়াতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরি ট্রাকের সংঘর্ষে সাত বছরের এক শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।
আটলান্টিক উপকূলের কাছে গুয়াতেমালার একটি মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহ্যান্দ্রো জামাতেই নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করে টুইট করেছেন।