মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সদস্য তিমির দত্তের মৃত্যুতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিআরইউর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ সকল সদস্যবৃন্দ।

আজ রোববার (২৩ অক্টোবর) তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন তিমির দত্তের মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গন একজন অভিভাবক হারালো। বরিশালে লোকবাণী, চিরন্তন বাংলা সহ বিভিন্ন পত্রিকায় তিনি জড়িত ছিলেন।

সর্বশেষ ঢাকায় বাসসের সিনিয়র রির্পোর্টার হিসাবে  সুনামের সহিত অবসর নেন। এরআগে খবর পত্রিকায় ছিলেন। একজন কৃতি সাংবাদিক হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। বরিশালের সাংবাদিক সমাজ ও ঢাকাস্থ বরিশালের সাংবাদিকবৃন্দের কাছে তিনি ছিলেন সুহৃত।

৬২ বছর আগে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাবা ও ভাইকে হারান। তার মৃত্যুতে বরিশালের আপাময় সাধারণ মানুষ শোকাগ্রস্থ হয়ে পরে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রায়াত তিমির দত্তের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়।  সেখানে তার রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরদেহ বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।