বার্তা পরিবেশক, পটুয়াখালী::: পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া রোডে বিআরটিসি ও অন্তরা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছে। এর মধ্যে মারাত্মক আহত অবস্থায় জ্যোৎস্না রাণী ও নারায়ণ দেবনাথকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল ৪টায় গলাচিপার রতনদীতালতলী ইউনিয়নের কাচারিকান্দা এলাকার গলাচিপা-উলানিয়া রোডে।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, অন্তরা পরিবহনের বাসটি সাইড দিতে গিয়ে বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অন্তরা পরিবহন খাদে পড়ে যায়। এ সময় অন্তরা পরিবহনের ৪ যাত্রীর মধ্যে জ্যোৎস্না ও নারায়ণ নামে দুজন মারাত্মক আহত হলে দুজনকে গলাচিপা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।