বার্তা পরিবেশক, ঝালকাঠি:: ঝালকাঠিতে গভীর রাতে ছিন্নমূল ও শীতার্তদের খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

রবিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন তিনি।

শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শহরের লঞ্চঘাট, কলেজ মোড়, মিনি পার্ক, বাস স্ট্যান্ড, পেট্রলপাম্প এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ফাতিহা ইয়াসমিন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েকদিন রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে-ঘাটে শুয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল দিয়েছি। তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান আবু তাহের মিয়া উপস্থিত ছিলেন।