বার্তা পরিবেশক, অনলাইন::: আকাশ বিডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পরকীয়া প্রেম’। আকাশ আমিনের পরিচালনায় ও কাজী সবুজের চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে কক্সবাজারের মনোরম পরিবেশে।
‘পরকীয়া প্রেম’ এ অভিনয় করেছেন তানিন সুবহা, জিদান, কাজী সবুজ, সিমা রোজ ও ইমরান।
গল্পে দেখা যাবে, জিসান আর নিশি স্বামী-স্ত্রী। নিশি খুব স্বামী ভক্ত। স্ত্রী একদম সেকেলে। জিসানও বউ পাগল একজন, যে কিনা নিজের বউ ছাড়া অন্যকোন মেয়েদের দিকে তাকায় না। আসলে এই সবের ভিতরে লুকিয়ে আছে অন্য চরিত্র, যাকে বলি আমরা পরকীয়া। এরকম গল্প নিয়েই তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
পোস্ট বক্সের ব্যানারে ‘পরকীয়া প্রেম’ প্রযোজনা করেছেন শহীদ খান।