বার্তা পরিবেশক, অনলাইন::: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হেফজ বিভাগ থেকে পালিয়ে গেছে তিন ছাত্র। এই তিন ছাত্র গত ১২ দিন ধরে নিখোঁজ।

তারা হল মিরাজ হোসেন সুজন (১৬), মিনহাজ (১৫) ও শাকিল হোসেন সাকিব (১৪)। মিরাজ ও শাকিলের পরিবার এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, গত ২০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ না পড়ে তারা একসঙ্গে জামা-কাপড় নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মাদ্রাসায় ২১ জন ছাত্র ছিল। এখন ১৮ জন ছাত্র এখানে অধ্যয়নরত।

নিখোঁজ তিন ছাত্রের সহপাঠী আউয়াল বলেন, মিরাজ আমার কাছে ৮০০ টাকা জমা রেখেছিল। পালিয়ে যাওয়ার আগের রাতে আবার টাকাগুলো ফেরত নিয়ে গেছে। তবে মিরাজ যাবার কয়েকদিন আগে আমার কাছে পড়াশোনা করতে ভালো লাগে না এবং এখান থেকে চলে যাবে বলেও জানিয়েছে।

মিরাজ হোসেন সুজন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ফরাজী বাড়ির বাসিন্দা। মিনহাজ একই উপজেলার হাটিলা ইউনিয়নের বেলঘর গ্রামের বাসিন্দা। শাকিল হোসেন সাকিব হাটিলা গ্রামের সর্দার বাড়ির বাসিন্দা।

জানতে চাইলে মিনহাজের মা ইয়াছমিন বেগম বলেন, আমার ছেলে একা কখনও কোথাও যায়নি। সঙ্গদোষে আমার ছেলে আমাদের না জানিয়ে পালিয়েছে। আমার ছেলেকে ফেরত চাই।

মিরাজ হোসেনের মা মিনু বেগম বলেন, আমার ছেলে হাফেজি পড়া শেষ পর্যায়ে। ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, মাদ্রাসা থেকে প্রায় ছাত্ররা পালিয়ে যায়। পরে আবার ফেরত আসে। থানায় দুইটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।

হাটিলা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, এই মাদ্রাসা থেকে আর কেউ কখনও পলায়নি। আমরা তিন ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।