ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসের চাপায় গোলাম মাওলা মেজবা (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেজবাহ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও বিএম কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাজাপুর থানার এসআই চাঁন মিয়া জানান, ছাত্রলীগকর্মী মেজবা মোটরসাইকেল চালিয়ে ভাণ্ডারিয়ায় যাচ্ছিলেন। এ সময় ভাণ্ডারিয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক মেজবাহ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশ মেজবাহর মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ঘাতক বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।