ঝালকাঠির রাজাপুরের গালুয়ায় একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এক বাড়িতে ডাকাতির ঘটনা শুনে রাজাপুর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ ও পুলিশের অপর একটি দল ওই বাড়িতে উপস্থিত হলে একই সময় ২শ গজ দুরে ওই বাড়ির পাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এতে ওই এলাকায় আতঙ্কসহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরের বাড়িতে ডাকাতি হলেও পুলিশ ঘটনাস্থলে যায় ডাকাত চলে যাবার পরে। একই সময়ে পাশাপাশি ২ বাড়িতে ডাকাতির ঘটনায় রাজাপুর থানায় ডাকাতির অভিযোগে লিখিত এজাহার দিলেও থানার ওসি মুনীর উল গিয়াস তা গ্রহন করতে অস্বীকৃতি জানায়। পরে ডাকাতির অভিযোগের এজাহারটি সাধারন ডায়েরী ভুক্ত করে পুলিশ।
ভুক্তভোগিরা জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার গালুয়ার শামসুল হক হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করে ঘরের লোকজনকে বেধে ফেলে। এরপর তারা নগদ টাকা ও স্বর্ণসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ ওই বাড়িতে হাজির হলে একই সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ২শ গজ দূরত্বে অবস্থিত সোহরাব হোসেন খানের বাড়িতে হানা দেয়। সেখানেও জানালার গ্রিল কেটে ডাকাতরা প্রবেশ করে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন ডাক চিৎকার করলেও পুলিশের ভ্রাম্যমান টিম ঘটনাস্থলে আসে ডাকাত চলে যাবার পরে।
এ ঘটনায় রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতি সংক্রান্ত সংবাদে বক্তব্য নিতে গেলে সংবাদ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন ওসি গীয়াস। রাতে পুলিশের ভ্রম্যমান টিমের সাথে থাকা পুলিশ সদস্যদের পরিচয় জানাতে অপরগতা প্রকাশ করেছেন ওসি।