বরিশাল সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকার আয়োজনে “নৌ-ভ্রমন ও পিকনিক-২০২০” অনুষ্ঠিত হয়ছে। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় “এম.ভি সম্পা” নগরের লঞ্চ টার্মিনাল থেকে মজু চৌধুরী হাট উদ্দেশ্যে রওনা হয়ে যায়
“নৌ-ভ্রমন ও পিকনিক-২০২০” র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র’র পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করেন ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু, নিলু, অরুণ, বাবু, সুবল সহ পিকনিক কমিটির নেতৃবৃন্দরা।