পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার একটি বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এদিকে পাগলা কুকুরের ভয়ে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

বৃহস্পতিবার  ভোর থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আসপর্দ্দি,বাশুরী,কাঠালিয়া, বিড়ালজুরিসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যেক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ব্যাপক হারে  বেড়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে একটি পাগলা কুকুর আসপর্দ্দি গ্রামের রিয়াদুল ইসলাম(৮) শামীম (২৫) সালেয়া (৩৪) দিবাকর(১৮) বাশুরী গ্রামের চেহারু বেগম(৫০) ইলিয়াস(১২) তিশা(২) বাহাদুর(৩৩)কাঠালিয়া গ্রামের মোকসেদ আলী(৬৫) ,জাকির(৩১)সহ কমপক্ষে ১৬ ব্যক্তি  পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে। আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর  হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

বাশরী গ্রামের ফারুক জানান, কুকুরটি প্রথমে গ্রামে বেশ কিছু হাঁস-মুরগি খায়। পরে হঠাৎ করে মানুষকে কামড়াতে শুরু করে। কুকুরটি ওই এলাকার একটি শিশুর শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে বড় বড় ক্ষতের সৃষ্টি করে। একইভাবে ওই কুকুর একের পর এক গ্রামের শিশু, মহিলা ও পুরুষকে কামড় দিতে থাকে।