পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, র‌্যাব-পুলিশে কোন বিরোধ নেই। বিরোধের বিষয়টি মিডিয়াতে আসা দুঃখজনক। না আসাই উচিত ছিল। বিষয়টিকে ইতিবাচক দেখা উচিত।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশালে আরআরএফ পুলিশ লাইনে নব নির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

 

আইজিপি বলেন, পরিবারের মধ্যেও ছোটখাটো বিরোধ থাকে। এটা বড়কিছু না। সবাই একত্রে কাজ করছে। সবার লক্ষ্য অপরাধ দমন ও মানুষকে নিরাপত্তা দেয়া। র‌্যাব হচ্ছে পুলিশের এলিট ফোর্স। অতএব নিজেদের ভিতরে বিরোধ বা দ্বন্দ্ব থাকার প্রশ্ন উঠে না।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, বিএমপি কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, বিএমপির অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ফরহাদ সরদার প্রমুখ।

 

পরে আইজিপি ঝালকাঠীতে কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।