বার্তা পরিবেশক, অনলাইন:: চীনে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর শিক্ষার্থী তুরাগ চৌধুরী ওরফে রিক (২০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে অটোবাইকে ছাত্রাবাসে ফেরার পথে এ ঘটনা ঘটে।
রিক রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকনউদ্দিন চৌধুরীর নাতি। রিকের ঠিকাদার বাবার নাম ফারুক চৌধুরী।
রিকের ফুপাতো ভাই আরিফুল ইসলাম রোমান জানান, রিক তিন বছর ধরে চীনের চ্যাংঝু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করছিলো। সে পড়াশোনার পাশাপাশি পাটটাইম চাকরিও করতো। মঙ্গলবার রাতে সে কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী অটোবাইকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চ্যাংঝু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদেরকে মোবাইলে নিশ্চিত করে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আসা করা হচ্ছে অল্পদিনের মধ্যে মরদেহ দেশে আনা সম্ভব হবে।
এদিকে, একমাত্র সন্তান রিকের মৃত্যুর খবর পেয়ে তার মা তানিয়া আক্তার তিথির আহাজারীতে ওই এলাকার বাতাস ভাড়ি হয়ে উঠেছে। স্বজন ও পরিবারের সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করলেও থামছে না তার কান্না। তিনি একাধিকার জ্ঞানও হারিয়েছেন। তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।