আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুইটি ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে বরিশাল বুলস। সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। এ যেন সেয়ানে সেয়ানে লড়াই। বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি টাইগারদের টেস্ট ও বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমের। নিজেদের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে থাকতে হয়েছে অতৃপ্ত। তবে হারের বৃত্তে আটকে থাকতে চাইছেন না বরিশাল দলপতি। আজ মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়েই জয়ে ফিরে তৃপ্ত হতে।

‘দল হেরে গেছে, এর চেয়ে বড় অতৃপ্তি আর থাকতে পারে না। তবে প্রস্তুতি সবসময়ই ভালো। অনেক সময় হয়তো সেভাবে ফলাফলটা আসে না। কিন্তু প্রস্তুতির পদ্ধতিটা সবসময়ই এক থাকে। আমরা দুই দিন অনুশীলন করেছি। আশা করছি পরবর্তী ম্যাচে আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে এভাবেই বিপিএলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মুশফিক।

সন্ধ্যা মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রথম ম্যাচে বরিশাল বুলসকে গুঁড়িয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের সুযোগ হাত ছাড়া করেছে রাজশাহী। স্বাভাবিকভাবেই রাজশাহী কিংস মানসিকভাবে বিধ্বস্ত থাকবে। আর এ সুযোগটাই কাজে লাগাতে চায় ঢাকা ডায়নামাইটস।

গতকাল অনুশীলন শেষে ঢাকার সহঅধিনায়ক নাসির হোসেন রাজশাহীর বিপক্ষে নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলেছেন, আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আমরা অবশ্যই ওদের সঙ্গে জিতব। একটা বড় ব্যাপার হচ্ছে ওরা শেষ ম্যাচটি জিততে জিততে হেরেছে। মানসিকভাবে ওরা চাপে থাকবে। আর আমরা প্রথম ম্যাচটি জিতেছি, সেদিক থেকে আত্মবিশ্বাসী থাকব। ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা তার চেয়েও বেশি মরিয়া হয়ে খেলব।

ব্যক্তিগত লক্ষ্য কী সম্পর্কে বলেছেন, নিজের তেমন কোনো লক্ষ্য নেই। তিন বিভাগেই কিছু দেয়ার চেষ্টা করি। অবশ্যই সবাই চায় ভালো খেলতে। আমি যেখানেই খেলি না কেনও আমিও চাই পারফর্ম করে আবার আগের জায়গায় যেতে।

৮ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে বরিশাল হেরেছে ঠিকই, কিন্তু মুশফিকের খেলাটি ছিল চোখে লেগে থাকার মতো। ব্যাটিংয়ে ৩৬ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ম্যাচের শেষ বলটি পর্যন্ত। টি-টোয়েন্টি ফরমেটে বহু দিনই রানে ছিলেন না মুশফিক। গেল এশিয়া কাপ ও আইসিসি টি- টোয়েন্টি বিশ্বকাপে গর্জে উঠতে দেখা যায়নি এ মিডল অর্ডার ব্যাটসম্যানকে। তাই ঢাকার বিপক্ষে পাওয়া এ অর্ধশতকটি তাকে প্রেরণা জোগাচ্ছে আগামী ম্যাচগুলোতেও ভালো কিছু করার।