ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি হতে পারলেই স্বপ্নের ভিশন বাস্তবায়ন অতি দ্রুত সম্ভব । তাই সবার আগে সকলকে শিক্ষা ক্ষেত্রে যার যার অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে। একটি শিক্ষিত জাতিই একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক হতে পারে।’
মঙ্গলবার ভোলার লালমোহন করিমুনেচ্ছা-হাফিজ মহিলা কলেজে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে সব শিক্ষার্থী এ কলেজে পড়া-লেখা করে তারা যেন মোবাইল ফোন ব্যবহার না করে, সেদিকে শিক্ষকদেরকে সচেতন থাকতে হবে। কমপক্ষে বিএ যারা পড়া-লেখা করে তারাই মোবাইল ফোন ব্যবহার করবে।’
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এমপি পত্নী ফারজানা শাওন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা নির্বাহি অফিসার সামছুল আরিফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্র্প্তা সম্পাদদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবা উদ্দিন আরজু, সাংগঠনিক আ.ন.ম শাহজামাল দুলাল, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ফরিদুল হক তালুকদার, আবুল বাসার সেলিম, মো. শাহজাহান মিয়া, আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, হেদায়েতুল ইসলাম মিন্টু, আকতার হোসেন, উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ্বাস,সহ-সভাপতি এটিএম মুর্তজা সজীব, সম্পাদক জসিম ফরাজী, পৌর সভাপতি জালাল উদ্দিন বেল্লাল, সম্পাদক যোবায়ের কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।