২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্মার্টকার্ড পেলেন বিলুপ্ত ছিটমহলবাসী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩১ অপরাহ্ণ, ০৩ অক্টোবর ২০১৬

র্স্মাট জাতীয় পরিচয়পত্র (র্স্মাটর্কাড) পেয়েছেন কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসীর মাঝে র্স্মাটর্কাড বিতরণের মাধ্যমে জেলায় এ র্কমসূচির উদ্বোধন করেন।

সোমবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ দাসিয়ার ছড়ার কালিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিলুপ্ত ছিটমহলবাসীর মাঝে র্স্মাটর্কাড বিতরণ করেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ  শাহ নেওয়াজ, যুগ্ম সচিব ড. মো. শাহজাহান, অতিরিক্ত সচিব বেগম জেসমিন , ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্ল্যাহ।

প্রধান নির্বাচন কমিশনার ২০ জনের নিজ হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অধুনালুপ্ত ছিটবাসীর ২১৯ জনসহ ৯৮৫ জনকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়।

পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত জেলার অভ্যন্তরে বিলুপ্ত অন্যান্য ছিটমহলের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আমি এই জেলার মানুষ। আমার খুশি লাগছে আমরা এখান থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু করতে পেরেছি বলে। আমরা বলেছিলাম যার সবচেয়ে বেশি প্রয়োজন তাকে দিয়েই শুরু করব। আজ আমরা বিলুপ্ত ছিটবাসীর হাতে কার্ড তুলে দিতে পেরে অনেক উচ্ছ্বসিত।

প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি নাগরিকত্ব বহনকারী এক অনন্য দলিল। তাই এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেক। আগামীতে হাতের ১০ আঙুলের ছাপ ও চোখের করণিকার ছবি দিয়ে স্মার্টকার্ড করা হবে। ১৮ বছরের কম বয়সীরাও যাতে এই কার্ড পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুশি বিলুপ্ত ছিটের মানুষ। ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক হিসাব, চাকরির আবেদন, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশনসহ ২২টি সেবাখাতের সুবিধা ভোগ করতে পারবেন তারা।  ফুলবাড়ী উপজলোর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মোট ভোটার সংখ্যা ২৫৬২ । এর মধ্যে নারী ভোটার ১৩০৬ এবং পুরুষ ভোটার ১২৫৬।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন