২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে আটকে গেল পা, এরপর…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৬ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০১৮

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে কিছু গাড়ি আটকে পড়ার ঘটনা জানা গিয়েছিল। এবার যুক্তরাজ্যে এক ব্যক্তি নিজেই গরম রাস্তার পিচে আটকে পড়লেন। এরপর রীতিমতো ফায়ার সার্ভিস ডেকে যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তা কেটে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়।

অতীতে এমন ঘটনা কেউ দেখেনি। এ কারণে ইংল্যান্ডের নিউক্যাসলে ২৪ বছর বয়সী সে ব্যক্তির পা যখন রাস্তার পিচের নিচে আটকে পড়ে তখন অনেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারেনি। পরে অবশ্য দ্রুতই উদ্ধারকারীদের খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হাতুড়ি ও ছেনি নিয়ে রাস্তা কেটে তার পা বের করতে সক্ষম হন। তবে তার স্যান্ডেলটি আর উদ্ধার করা সম্ভব হয়নি!

পরবর্তীতে এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

তারা টুইটে জানিয়েছে, অত্যন্ত গরমে রাস্তার পিচ নরম হয়ে গিয়েছিল। এ সময় সে তরুণের পা সেখানে ঢুকে আটকে যায়। এরপর তিনি অস্থির না হয়ে শান্তভাবে ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর তাকে উদ্ধার করা হয়। তিনি কোনো আঘাত পাননি।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন