২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে খাবার খেয়ে মাদরাসা শিক্ষকসহ ৫১ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল উলালঘুনি হাফিজিয়া নুরানী  মাদরাসায় খাবার খেয়ে এক শিক্ষকসহ অন্তত ৫১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পরে তাদের উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসা পেয়ে সকলে বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা। অসুস্থ শিক্ষকের নাম হাফেজ জহিরুল ইসলাম। মাদরাসা অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন জানিয়েছেন- দুপুরে ডাল ও লাউ দিয়ে ভাত খাবার খেলে বেশ কয়েক শিক্ষার্থীর পেট ব্যাথা শুরু।

এক পর্যায়ে তাঁরা বমি করতে থাকেন। একে একে আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের সন্ধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বরিশাল সিভিল সার্জন ডা. এএফএম মো. শফীউদ্দিন জানিয়েছেন- প্রাথমিক চিকিৎসা পেয়ে সকলে সুস্থ্য হয়েছেন। তিনি ধারণা করছেন- খাবারে বিষক্রিয়া সৃষ্টির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন