৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

১০০ পদে জনবল নিয়োগ দেবে বরিশাল সিভিল সার্জন কার্যালয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩০ অপরাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৪

১৩ থেকে ১৯তম গ্রেডে ৭ ধরনের পদে ১০০ জন কর্মী নেওয়া হবে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৪ এপ্রিল বিকাল ৪টার মধ্যে। শুধু বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ:
১. কম্পিউটার অপারেটর-২টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ইমেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদিতে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)২. পরিসংখ্যানবিদ-৪টি
যোগ্যতা: পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ই-মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদিতে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. স্বাস্থ্য সহকারী-৮২টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৫. স্টোরকিপার-৫টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. ড্রাইভার-২টি
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. ল্যাব অ্যাটেনডেন্ট-২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) 

বয়সসীমা: ৪ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পদভেদে ফি ১১২ থেকে ২২৩ টাকা।
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি: http://csbarishal.teletalk.com.bd

112 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন