১৩ থেকে ১৯তম গ্রেডে ৭ ধরনের পদে ১০০ জন কর্মী নেওয়া হবে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৪ এপ্রিল বিকাল ৪টার মধ্যে। শুধু বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ:
১. কম্পিউটার অপারেটর-২টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ইমেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদিতে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)২. পরিসংখ্যানবিদ-৪টি
যোগ্যতা: পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ই-মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদিতে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. স্বাস্থ্য সহকারী-৮২টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৫. স্টোরকিপার-৫টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. ড্রাইভার-২টি
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. ল্যাব অ্যাটেনডেন্ট-২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) 

বয়সসীমা: ৪ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: পদভেদে ফি ১১২ থেকে ২২৩ টাকা।
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি: http://csbarishal.teletalk.com.bd