২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে ১৯৩ জেলের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৮

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগের ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিভাগীয় মৎস কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তিন লাখ আট হাজার ২০০ টাকা জরিমানা আদায় ও এক হাজার ৭২০ কেজি ইলিশ এবং প্রায় নয় লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান- প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে রোববার সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ৫৩৯টি অভিযান ও ২৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ১৮০টি মামলা দায়ের করা হয়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন