২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল সিটিতে ৬ মেয়র প্রার্থীসহ ১৩৬ প্রতিদ্বন্দ্বির ভোটযুদ্ধ শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিশের মেয়র প্রার্থী অধ্যাপক এ কে এম মাহবুব আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ফলে বিসিসিতে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন ছয়জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সোমবার (০৯ জুলাই) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১১৩ জনের মধ্যে ১৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭ জনের মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে মেয়র পদে চূড়ান্ত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদল্লাহ, বিএনপির মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনিষা চক্রবর্তী।

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান- লিখিত আবেদনে ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন এ কে এম মাহবুব আলম। ফলে বরিশালে ৬ মেয়রসহ কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন ১৩০ জন।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ১১৩ জন মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়। প্রত্যাহার করেছেন আরও ১৭ জন।

সাধারণ কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থী হলেন- ৯৪ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিলের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। একজন প্রত্যাহার করার পর চূড়ান্ত প্রার্থী হলেন ৩৬ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১০ জুলাই প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন