২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বেশি ভাবি নাই দেখেই জিতছি : মোস্তাফিজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০১৮

১৮ বলে ৩১ থেকে ৬ বলে ৮; অর্থাৎ মাঝের দুই ওভারে রান হয় ২৩। জয়ের জন্য বাকি থাকে শেষ ওভারে ৮ রান। আগের দুই ওভারের ধারাবাহিকতায় ম্যাচের পাল্লা তখন ব্যাটিং টিমের দিকেই বেশি। কিন্তু অসাধারণ শেষ ওভার করে ম্যাচটা বোলিং দলকেই জিতিয়ে দেন দলের বাঁহাতি পেসার।

উপরের ঘটনা রোববার রাতের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সেই শেষ ওভারের কথা এখন সবার মুখে মুখে। পায়ের পেশীতে টান অনুভব করতে থাকলেও, সে অবস্থাতেই শেষ ওভারটি করেন মোস্তাফিজ, এনে দেন জয়। এমন এক জয়ের পরে সবার মনেই কৌতূহল থাকে যে শেষ দিকে কেমন চিন্তা-ভাবনা চলছিল বোলার বা ব্যাটসম্যানের মনে।

সে কৌতূহলী মনের ক্ষুধা মেটাতেই পাওয়া যায় শেষ ওভারের নায়ক, মাশরাফির ভাষায় ‘ম্যাজিশিয়ান’ মোস্তাফিজুর রহমানকে। সোমবার টিম হোটেলে বসে সংবাদ মাধ্যমের সামনে শোনান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তগুলোর কথা।

তার কাছে জানতে চাওয়া হয়, শেষ ওভারের আগে আপনার ভাবনা কি ছিল? মোস্তাফিজ সোজাসাপটা জানিয়ে দেন তেমন কিছু ভাবেননি তিনি। বরং বেশি ভাবেননি বলেই জিতেছেন। তিনি বলেন, ‘নরম্যালি বোলিং করার দরকার, করছি। বেশি ভাবি নাই, এই কারণেই জিতছি।’

এই জেতার ব্যাপারে বিশ্বাস কতটা ছিল? তার উত্তর, ‘গোল বলের কোনো বিশ্বাস নাই। ওপরওয়ালা সহায় থাকলে হবে। শেষ ওভারে কুড়ির ওপরে থাকলে ঠিক আছে। কিন্তু ২০ পর্যন্ত থাকলে কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে নিতে পারে। আমার চেষ্টা ছিল, নিজের ওপর বিশ্বাস ছিল। আর ভালো সময় গেছে। এই আর কী।’

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে প্রায়ই এমন পরিস্থিতিতে বোলিং করতে হয় মোস্তাফিজকে। সে অভিজ্ঞতা আফগানদের বিপক্ষে কাজে লেগেছে কিনা জানতে চাওয়া হলে তার জবাব, ‘এমন অবস্থায় অনেক অভিজ্ঞ বোলাররাও শেষ ওভারে ৮-১০ রান দিয়েই দেয়। এটা কপালের কাছে!’

শেষ বলের আগে মাঠ সাজানো নিয়ে বা অন্য কিছু অধিনায়ক কি বলছিলেন? তিনি বলেন, ‘ভাই আমাকে বলেছে, ‘তুই যেটা ভালো মনে করিস সেটা কর।’ আমি জাতীয় দলে খেললে সব সময় সিনিয়রদের দেখি। কি করলে, কোনটা নিলে, কোন জায়গায় ফিল্ডার নিলে ভালো হয়। আমি সেটাই বলেছিলাম। ভাইরা বলেছিল, এটাই ঠিক আছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন