বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়ার শ্বশুর স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ খান এই দখল সন্ত্রাস চালাচ্ছেন।
কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে- অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বরং পুলিশ এই দখল সন্ত্রাসে পরোক্ষভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে- উপজেলার ৩ নম্বর বাগধা ইউনিয়নের বাগধা মৌজায় সুগন্ধা নদীর পশ্চিম তীরে পাউবো’র ৫০ শতক জমি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করে দখলে নিয়েছে স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়ার চাচা শ্বশুর স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ খান।
দখলদার রশিদ খান গত কয়েকদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
খবর পেয়ে বরিশাল পাউবো’র গৌরনদী সার্কেল উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইরফান, উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান ও করিম আলী, ও সার্ভেয়ার ফরিদ উদ্দিন গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই সময় তারা অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে পাউবো’র জমি ভরাট করতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ পুলিশ ঘটনাস্থালে যান। এ সময় পাউবো’র কর্মকর্তারা স্থানীয়দের সামনে মামলা করবেন বলে পুলিশকে জানিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার জন্য পুলিশকে অনুরোধ করেন।
পরে এসআই মিজানুর রহমান অবৈধ ড্রেজার জব্দ না করে উল্টো স্থানীয় এমপির সুপারিশ ছাড়া মামলা করা যাবে না বলে পাউবো’র উপ-সহকারী কর্মকর্তাদের জানিয়ে দেন। পুলিশের অপারগতার কারণে পাউবো ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বরিশাল পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে জানান, এ জমি পানি উন্নয়ন বোর্ডের। অবৈধভাবে জমি বালু দিয়ে ভরাট করতে দেখে তিনি পুলিশকে খবর দিলেও পুলিশ এসে অবৈধ ড্রেজার জব্দ না করে এই দখল সন্ত্রাসে পরোক্ষভাবে সহযোগিতা করছে। যে বিষয়টি স্থানীয় এমপি’র এপিএসকে জানানো হয়েছে। দখলদারে বিরুদ্ধে পাউবো’র মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমপির সুপারিশ ছাড়া মামলা করা যাবে না- এর কারণ জানতে চাইলে এসআই মিজানুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন।
তবে আগৈলঝাড়ায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা বরিশালটাইমসকে বলছেন, দখলদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কেউ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিরোনামOther