কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন- মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগসরকার জেলে পাঠিয়েছে। অথচ প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার মামলা ছিল। যেগুলো প্রত্যাহার করা হয়েছে।
কিন্তু টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও বেগম জিয়াকে মামলা ও কারাগারে পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এখন আন্দোলন করে নেত্রীকে কারাগার থেকে বের করে নিয়ে আসতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বরিশাল শহরের সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরিশাল মহানগর বিএনপির সভাপতি সরোয়ার হুঁশিয়ারি উচ্চরণ করে আরও বলেন- মামলা হামলা করে বিএনপি নেতা কর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।
সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে বেগম জিয়ার মুক্তি আর ভোটের অধিকার ফিরায়ে আনার আন্দোলনে রাজপথে থাকার আহবান জানিয়েছেন তিনি।
এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন খান ও মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামন ফারুক উল্লেখযোগ্য।’
শিরোনামOther