আসামিকে রিমান্ডে নেয়ার হুমকি দিয়ে মোবাইলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে আগৈলছাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুুল ইসলামের বিরুদ্ধে। রোববার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এ. কেএম তারিক হোসেন লিপু।
অভিযোগের সাথে প্রমাণস্বরুপ আসামি পক্ষের সাথে উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের মোবাইল রেকর্ড জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
খোঁজ নিয়ে জানা গেছে- গত ১৭ জানুয়ারি আগৈলঝাড়া থানায় মোটরসাইকেল চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় মাদারীপুরের বালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে এনায়েত খানকে আসামি করা হয়। ওই মামলায় থানা পুলিশ এনায়েতকে গ্রেফতার
করে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করেন।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আসামি এনায়েত খানের স্ত্রী শাহিদা বেগমের কাছে ফোন দিয়ে থানায় দেখা করতে বলার পাশাপাশি মোটা অংকের টাকা দাবি করেন।
তার দাবি করা টাকা না দেয়া হলে আসামিকে রিমান্ডে নিয়ে নানা রকম শারীরিক নির্যাতন করা হয়। পাশাপাশি আরও একাধিক মামলায় শোন এ্যারেষ্ট দেখানোসহ আরও মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দেয়া হয়।
এদিকে আসামির বিরুদ্ধে আদালতে জমা দেয়া রিমান্ড আবেদনের শুনানীর জন্য রোববার দিন ধার্য্য ছিলো। আসামির স্ত্রী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যেমে একটি লিখিত অভিযোগ ও মোবাইলে ধারন এসআই জাহিদের কথপোকথন রেকর্ড জমা দেন।
এতে আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম আসামির বিরুদ্ধে দেয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্ট আগৈলঝাড়া থানার জিআরও।
মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কোন আদেশ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বরিশালটাইমসকে জানান, মামলার নথিপত্র বিচারকের কাছে থাকায় এর বেশি কিছু বলতে পারছেন না।’
শিরোনামOther