২ ঘণ্টা আগের আপডেট রাত ১০:১৬ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

উজিরপুর থানার ওসি ও তার স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

বরিশালটাইমস রিপোর্ট
১২:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

বরিশালের বাবুগঞ্জের এক পরিবারে ভোগ দখলীয় সম্পত্তি আত্মসাতের পায়তারা করার অভিযোগে দায়ের করা মামলায় উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার ও তার স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত। সোমবার বরিশালের ১ম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ অভিযুক্তদের বিরুদ্ধে এ নোটিশ জারি করেন। তাদেরকে আগামী ৩৬ দিনের মধ্যে আদালতে কারণ দর্শানের ব্যাখ্যা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

বাকি অভিযুক্ত হলেন- বরিশালের উজিরপুর থানার ওসির স্ত্রী মৌসুমী। এজাহার সূত্রে জানা গেছে- বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর এলাকার মৃত হাবিবুর রহমান খানের দুই ছেলে মো. মিজানুর রহমান ও মো. মহিদুর রহমান খান (টিটু) এবং তাদের নিকটতম আত্মীয় একই এলাকার মৃত মহিউদ্দিন মল্লিক খোকনের স্ত্রী মৌজায় এসএ ২১৭ নম্বর খতিয়ানের ২৬৭, ২৬৯ ও ২৭৩ নম্বর দাগের ৮০৫০ একর সম্পত্তি ২০০৮ সালের ৫ মার্চ স্থানীয় মশিউর রহমান খান নামের এক ব্যক্তির কাছ থেকে সাব কবলা দলিলসূত্রে ক্রয় করে।

সেই সম্পত্তিতে তারা বসতবাড়ি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে ভোগ দখল করেছে। কিন্তু ওই সম্পত্তির কিছু অংশের দাবিদার বরিশালের স্ব-রোড এলাকার মৃত অমল কৃষ্ণ রায়ের দুই ছেলে বিধান চন্দ্র তাপস ও ভাটিখানার বাসিন্দা বিশ্বজিৎ কুমার রায়ের কাছ থেকে দলিল সইমোহর নকল নিয়ে বাবুগঞ্জের সাবরেজিস্টার ও বরিশালের সাব রেজিস্ট্রারে যোগসাজশে উজিরপুর থানায় ওসি গোলাম সরোয়ার ও তার স্ত্রী মৌসুমী তাদের জমি থেকে ২০ একর সম্পত্তি তাদের দাবি করেন।

তারই ধারাবাহিকতায় চলতি বছরে ৩১ জানুয়ারি ওসি গোলাম সরোয়ার ও তার স্ত্রী মৌসুমী সম্পত্তি ভোগদখল নেয়ার জন্য জমির মালিকদেরকে হুমকি দেয়।

এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি মো. মিজানুর রহমান খান তার ভাই মো. মহিদুর রহমান খান (টিটু) ও আত্মীয় হোসনেয়ারা বেগম বাদী হয়ে উজিরপুর থানায় ওসি মো. গোলাম সরোয়ার, তার স্ত্রী মৌসুমীসহ ৬ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা