ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৫৬ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

কীর্তনখোলাসহ ১৭৮টি নদী খনন করা হবে: পানি সম্পদমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন- অভ্যন্তরীণ নৌপথের দৈর্ঘ্য বর্তমানে বর্ষা মৌসুমে ৬ হাজার কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ৪ হাজার কিলোমিটার। অভ্যন্তরীণ নৌপথ বৃদ্ধি করতে সারা দেশের ৫৩টি নৌপথের ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ১২টি নৌপথ খননের কাজ চলছে। দেশের ৪৯১টি নৌ-পথের নাব্যতা পুনরুদ্ধারে ১৭৮টি নদী খনন করা হবে।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে রোববার (২১ জানুয়ারি) প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পক্ষে পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রশ্নের জবাব দেন।

স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ড্রেজিংয়ের জন্য অর্থের অভাব আছে। আবার অর্থের অভাব নেই। এদিকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর সুদৃষ্টি আছে।

সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন- সরকার দেশের ৪৯১টি নৌ-পথের নাব্যতা পুনরুদ্ধারের লক্ষে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায়ই ১৭৮টি নদী খনন করা হবে। যার অংশ হিসেবে বর্তমানে বরিশালের কীর্তনখোলাসহ অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩ রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায় : ২৪ নৌপথ) প্রকল্প এবং ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন প্রকল্পের কাজ চলছে। বলেশ্বর-পায়রা নৌপথ এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পূণর্ভবা, তুলাই ও সোয়া নদীর নাব্যতা উন্নয়ন ও পুনুরুদ্ধার প্রকল্পের সমীক্ষা শেষ হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের প্রক্রিয়া চলছে।

সরকারি দলের সদস্য পঙ্কজ কুমার দেবনাথের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশেষ করে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সমস্যা অনেকেই বোঝে না। আমরা যারা ওই এলাকার আছি আমরা বুঝি। এই অঞ্চলের কীর্তনখোলা নদীসহ আরও নদীগুলো ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমি নৌমন্ত্রীকে জানাবো।

নাব্যতা সংকট কুয়াশায় ফেরি পারাপার বিঘিœত হয় আওয়ামী লীগের মো. আনোয়ারুল আজীম আনারের (ঝিনাইদহ-৪) এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আরিচা ও দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করে। এসব ঘাট দিয়ে গড়ে দৈনিক ৪ হাজার ৪শ’ গাড়ি পারাপার হচ্ছে। মাঝে মাঝে নব্যতা সংকট, ঘাট বিপর্যয়, কুয়াশা, আটরশি ও চন্দ্রপাড়ার ওরশসহ বিশেষ কারণে যানবাহন সংখ্যা বৃদ্ধি পেলে পারাপারে বিঘ্নিত সৃষ্টি হয়। কেবলমাত্র কুয়াশা প্রকট আকার ধারণ করলে ফেরি পারাপার প্রলম্বিত হয়।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪টি উদ্ধারকারী জাহাজ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২টি টাগ কেনার কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমেও আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগ ক্রয়ের বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির