কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি(শারীরিক শিক্ষা বিষয়ে) পরীক্ষাকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে নকলে সহায়তা এবং গোলযোগ সৃষ্টির অপরাধে বহিরাগত শিক্ষক মো. জসিম উদ্দিন (৩২)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক জসিম উদ্দিন মুসুল্লীয়াবাদ এ.কে. মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, জসিম উদ্দিন নামের একজন বহিরাগত শিক্ষক পরীক্ষার হলে ঢুকে নকলে সহযোগিতা ও গোলযোগ সৃষ্টির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Other