বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডের কাছ থেকে শুক্রবার রাতে ২১পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা যুবলীগ কর্মী সালাম ফকিরকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত রুস্তম আলী ফকিরের ছেলে।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এস.আই) আলমগীর হোসেন বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার এসআই আলমগীর হোসেন বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন জামেমসজিদ এলাকায় অভিযান চালায়। ওই সময় ২১পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা যুবলীগ কমী সালাম ফকিরকে গ্রেফতার করা হয়।
Other