আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় এবং একইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর উপলক্ষে বরিশাল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে অনেক বিএনপি নেতাকর্মী গ্রেফতারের ভয়ে আত্মগোপনে রয়েছেন। আবার কেউ কেউ গ্রেপ্তার এড়াতে এলাকার বাইরেও অবস্থান নিয়েছেন।
এদিকে হিজলা ও বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের ১৬ নেতা-কর্মী এবং গৌরনদীতে দুই জামায়াত সমর্থককে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, তারা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করছেন।
বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল বরিশালটাইমসকে জানান, রায় নিয়ে বরিশাল ছাড়াও সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। রায়ের দিন নেত্রীর সঙ্গে তিনি কোর্টে থাকার জন্য ঢাকায় গেছেন। আর জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতারাও রাজধানীতে অবস্থান করছেন বলেও তিনি জানান।
বরিশাল মহানগর বিএনপি’র উপদেষ্টা মো. নূরুল আলম ফরিদ বরিশালটাইমসকে জানান, একইদিনে খালেদা জিয়ার রায় এবং বরিশালে প্রধানমন্ত্রীর আগমকে কেন্দ্র করে বরিশালের বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ।
যার কারণে অনেক নেতাকর্মী তাদের বাসা-বাড়িতে ঘুমাতে পারেন না আর শীর্ষস্থানীয় নেতারা রাজধানীতে অবস্থান নিয়েছেন।’
শিরোনামOther