বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩৮ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৮
ঝালকাঠি শহরে চারটি কোচিং সেন্টারে সিলগালা করে ৪ শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে ঝালকাঠি শহরে দুটি এসএসসি পরীক্ষাকেন্দ্রের কাছে প্রাইভেট কোচিং করানোর দায়ে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে চার শিক্ষককে জরিমানা ছাড়াও তাদের মালামাল জব্দ করে কোচিং পাড়ানোর কক্ষগুলো সিলগালা করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে শহরের সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে মহিলা কলেজ সড়কের বাড়ই বাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক বরিশালটাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষকদের প্রত্যেকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের আসবাবপত্র জব্দ করে প্রাইভেট পড়ানোর কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে।
এছাড়া পরবর্তীতে তারা যাতে কোচিং বন্ধ রাখেন সে মর্মে শিক্ষকদের সবার মুচলেকা রাখা হয়েছে।
ওই ৪ শিক্ষক হলেন- ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, সুবিমল বড়াল এবং প্রাইভেট শিক্ষক মো. সোগাহ হোসেন।