নাশকতা করার পাঁয়তারার অভিযোগে ঝালকাঠিতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ১০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঝালকাঠি সদর থানায় এবং নলছিটি থানায় মামলা দুটি দায়ের করা হয়।
ঝালকাঠি সদর থানার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে-জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার শাফায়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন। এদের মধ্যে হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে নলছিটি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুবদল সভাপতি মাসুম শরীফ, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসলাম খান ও শিবিরকর্মী জিহাদুল ইসলামসহ ছয়জনকে। এদের মধ্যে জিহাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলছিটি থানার উপপরিদর্শক মো. সোলায়মান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ ছাড়াও একই রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপিকর্মী বাবুল সিকদারকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গতকাল মঙ্গলবার রাত থেকে বিএনপি নেতাদের বাসায় গিয়ে তল্লাশি শুরু করছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতারা।
এ প্রসঙ্গে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী এখন ঘর ছাড়া। তবে ৮ ফেব্রুয়ারি রায়ে বিএনপি চেয়ারপার্সনকে সাজা দেওয়া হলে অবশ্যই আন্দোলন গড়ে তোলা হবে। এদিন দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Other